সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর জন্য মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচিত ব্যক্তি সালওয়ান মোমিকা। সম্প্রতি ইরাকি এই নাগরিকের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
তবে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ওই ব্যক্তি মারা যাননি। তিনি নরওয়েতে গ্রেফতার হয়েছেন। তাকে সুইডেনে নির্বাসনে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, পবিত্র কোরআন পোড়ানোর দায়ে মুসলিম বিশ্বের চাপের মুখে সুইডেন সরকার সালওয়নকে বসবাসের অনুমতি পুনঃনবায়ন করতে অস্বীকৃতি জানায়। ফলে তিনি আশ্রয়ের আশায় প্রতিবেশী দেশ নরওয়েতে গিয়েছিলেন।
নরওয়ের অসলো ডিস্ট্রিক্ট কোর্টের এ সংক্রান্ত এক রায়ের নথি অনুসারে, মোমিকাকে ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়। তার একদিন আগেই সেখানে পৌঁছান তিনি।
প্রতিবেদনে বলা হয়, ৩০ মার্চ শুনানির পর মোমিকাকে চার সপ্তাহের জন্য আটক রাখার সিদ্ধান্ত নেন আদালত।
আদালতের রায়ে বলা হয়েছে, আনুষ্ঠানিক ব্যবস্থা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মোমিকাকে সুইডেনে ফেরত পাঠানো হবে।
সালওয়ান মোমিকা একজন ইরাকি খ্রিস্টান।
ভুয়া তথ্য সরবরাহ করায় সুইডেনের অভিবাসন সংস্থা গত বছরের অক্টোবরে মোমিকাকে বসবাসের অনুমতি প্রত্যাহার করে নেয়। তবে তাকে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়।
এ ঘটনার পরই তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন জানায় ইরাক।