মাঝে মাঝে লাইফে ট্রিট পেতে কার না ভাল লাগে?
ধরেন, মন ভাল নেই, নর্থ এন্ডে গেলেন, কেউ যদি কফি খাওয়াতো? ফাটায়ে প্রেজেন্টেশন বানিয়েছেন, অথচ ক্লায়েন্ট পুরা চুপসায়ে দিয়েছে।
অথবা, নিছক অফিসে কাজের ফাঁকে একটা ব্রেক দরকার, কিন্তু কেউ যদি কফি’র ট্রিট দেয়ার লোক পাচ্ছেন না।
দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ই এই প্রথম এমন অভাবনীয় ট্রিট দেয়া শুরু করল, যেখানে ছড়িয়ে পড়ছে কফির মুগ্ধতা, সাথে ১০০% ক্যাশ ব্যাক।
আজকে নর্থ-এন্ড, ক্যাফে নিমো, অ্যারাবিকা অথবা ডেলিফ্রান্সে দুপুর ৩টা থেকে ৬টার ভেতর ইউসিবি ক্রেডিট কার্ডে কফি খেলে সেটা আমরা খাওয়াবো!
আমরা চাচ্ছি ব্যাংকিং-কে লাইফের পার্ট করে ফেলতে ~ ব্যাংক যেন বোরিং না হয়, যেন মানুষের মতো মাঝে মধ্যে কারণে-অকারণে ট্রিট, দেয়।
এটা সবে শুরু। প্রতি সপ্তাহে এমন সারপ্রাইজ ট্রিট থাকবে ~ ইউসিবি থেকে ট্রিট। জীবনটা উপভোগ করা প্রয়োজন, না?
ইউসিবি’র চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক বলেন, “আমরা চাচ্ছি ব্যাংকিং-কে লাইফের পার্ট করে ফেলতে ~ ব্যাংক যেন বোরিং না হয়, যেন মানুষের মতো মাঝে মধ্যে কারণে-অকারণে ট্রিট, দেয়।”
তিনি আরও জানান, এটা সবে শুরু। প্রতি সপ্তাহে এমন সারপ্রাইজ ট্রিট থাকবে।