ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া চলছে। সোমবার বিকেল ৩টার পর এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। দুইপক্ষ একে অপরের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করছে।
এ ঘটনায় আহত অন্তত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা হলেন, মাহমুদুল হাসান (২৩), একুশে হলের ইয়াকুব (২১), শহিদুল্লাহ হলের রাকিব (২৪) ও মাসুদ (২৩)। বিজয় একাত্তর হলের সামনে মাথায় ইট পাটকেল ও লাঠির আঘাতে আহত হয়েছে তাঁরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা মাস্টার দা সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নিয়েছেন। তার কিছুটা দূরে বিজয় একাত্তর হলের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কিছুক্ষণ পরপর এক পক্ষের শিক্ষার্থীরা অপরপক্ষকে ধাওয়া দিচ্ছেন।
দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া
এই সংঘাতের সূচনা হয়েছে বিজয় একাত্তর হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রবেশ করা নিয়ে। তাঁদেরকে বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আশপাশের হলের ছাত্রলীগ নেতাকর্মীরা একজোট হয়ে সংঘর্ষে যোগ দিয়েছেন৷
আন্দোলনকারী শিক্ষার্থীরা বিজয় একাত্তর হলের ফটকের প্রহরীদের বসার কক্ষের জানালার কাচ ভাঙচুর করেছেন৷
সংঘর্ষ হয়েছে উপাচার্যের বাসভবনের সামনের সড়কেও। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নেন। অপর দিকে মলচত্বরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সেখানেও দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইট–পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রাজু ভাস্কর্য এলাকা দখল করে রেখেছেন শিক্ষার্থীরা
সোমবার (১৫ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে সরেজমিনে রাজু ভাস্কর্য এলাকায় দেখা যায়, চলমান ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের একদফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
ইডেনের শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে মারধরের অভিযোগ,
রাজধানীর ইডেন কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি শাহিনুর সুমি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে যেতে ইডেন কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগ বাধা দেয় এবং মারধর করে। এতে সুমি আহত হন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দিতে ইডেন কলেজের শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ইডেন কলেজের শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেন এবং মারধর করেন। এতে সুমিসহ কয়েকজন আহত হন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।