সোমবার, জুলাই ৭, ২০২৫
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ যুক্তরাষ্ট্র

ক্ষমতায় গিয়ে যা করবেন ট্রাম্প-হ্যারিস

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩ নভেম্বর ২০২৪
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
ক্ষমতায় গিয়ে যা করবেন ট্রাম্প-হ্যারিস

আগামী ৫ নভেম্বর মার্কিন ভোটাররা তাদের প্রেসিডেন্ট নির্বাচন করবেন। ডেমোক্র্যাট দলীয় ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং রিপালিকান দলীয় ডোনাল্ড ট্রাম্পের মধ্যে থেকে যেকোনও একজনকে বেছে নেবেন তারা।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্বজুড়েই মানুষের আগ্রহ রয়েছে। কারণ বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের কর্মকাণ্ডের প্রভাব পড়ে বিশ্বজুড়ে। ফলে মারিজুয়ানার ব্যবহার থেকে শুরু করে অভিবাসী কিংবা পররাষ্ট্র ইস্যুতে প্রার্থীদের দৃষ্টিভঙ্গির দিকে যুক্তরাষ্ট্র তো বটেই বাইরের দুনিয়ারও নজর থাকে।

নির্বাচনের আগে দেশীয় ও আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন এই দুই প্রেসিডেন্ট প্রার্থী। হোয়াইট হাউসের মসনদে গেলে কেমন হবে তাদের নীতি চলুন জেনে নেওয়া যাক…

সম্পর্কিত

নিউইয়র্কে বাংলা ব্লকেড ইউএসএ’র আনন্দ মিছিল

নিউইয়র্কে মা দিবসে বর্ণিল কনসার্ট ও নৈশভোজ

কমালা হ্যারিস বলেছেন, প্রথম দিন থেকেই তার অগ্রাধিকার হবে শ্রমজীবী পরিবারের জন্য খাদ্য ও বাসস্থানের খরচ কমানো। নিত্যপণ্যের মাত্রাতিরিক্ত দাম নির্ধারণের প্রবণতা বন্ধ করার অঙ্গীকার করেছেন তিনি। প্রথমবার বাড়ি কেনায় সহায়তা এবং আবাসন খাতে প্রণোদনা দেওয়ার কথাও বলেছেন হ্যারিস।

বাইডেনের শাসনামলে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির গতি ঊর্ধ্বমুখী হয়েছে। অবশ্য করোনাভাইরাস মহামারি পরবর্তী সময়ে সরবরাহ সংকট ও ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোকেও ভুগতে হয়েছে। তবে সেসব দেশে পরবর্তীতে মূল্যস্ফীতি কমেছে।

ট্রাম্পের অঙ্গীকার মূল্যস্ফীতি কমিয়ে সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার মাঝে আনবেন। তিনি বলেছেন, ‘‘মেইক আমেরিকা অ্যাফোর্ডেবল অ্যাগেইন।’’

সাবেক এই প্রেসিডেন্ট বলেছেন, তেলের জন্য খনন বাড়ালে জ্বালানির মূল্য কমে আসবে। তিনি সুদহার কমানোর অঙ্গীকারও করেছেন। যদিও সুদহার নিয়ন্ত্রণের এখতিয়ার মার্কিন প্রেসিডেন্টের নেই।

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠালে আবাসনের ওপর চাপ কমবে বলেও মনে করেন ট্রাম্প। এছাড়া তিনি আমদানি পণ্যের ওপর উচ্চহারে কর আরোপের আভাস দিয়েছেন। অর্থনীতিবিদরা বলছেন, এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে।

• কর
বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বছরে চার লাখ ডলারের বেশি আয় করা আমেরিকানদের ওপর কর বাড়াতে চান কমালা হ্যারিস। তবে কোনও পরিবারের করের বোঝা লাঘব, সন্তানের বিপরীতে কর ছাড়ের ব্যবস্থা রাখার কথাও বলেছেন তিনি।

সম্পদ আহরণের ওপর বাইডেনের আরোপিত করের সঙ্গেও হ্যারিসের দ্বিমত রয়েছে। ট্রাম্পও বিপুল পরিমাণ কর ছাড় দেওয়ার প্রস্তাব রেখেছেন। একে তার ২০১৭ সালের কর হ্রাসের নীতিরই বর্ধিত রূপ বলা চলে; যা বেশিরভাগ ক্ষেত্রে ধনীদেরই সহায়তা করেছে।

তিনি বলেছেন, কর কমালে আয় যতটুকু কমবে, তা তিনি উচ্চ প্রবৃদ্ধি এবং আমদানি শুল্ক দিয়ে পুষিয়ে নিতে পারবেন। বিশ্লেষকরা বলেছেন, দু’জনের পরিকল্পনায়ই অর্থনৈতিক ঘাটতি বাড়াবে। তবে ট্রাম্পের বেলায় সেটা বেশি করে বাড়বে।

• গর্ভপাত
গর্ভপাতের অধিকারকে তার প্রচারণার কেন্দ্রে রেখেছেন কমালা হ্যারিস। তিনি সারাদেশের জন্য অভিন্ন প্রজনন অধিকার সুরক্ষা আইনের পক্ষে কথা বলছেন।

গর্ভপাতের ইস্যুতে নিজের বক্তব্যে স্থির থাকতে হিমশিম খেতে হচ্ছে ট্রাম্পকে। সুপ্রিম কোর্টে তার সময়ে নিয়োগ দেওয়া তিন বিচারকের হাতেই গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল হয়।

• অভিবাসন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের সংকট সামাল দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন কমালা হ্যারিস। কোটি কোটি ডলার অনুদান সংগ্রহে ভূমিকা রাখেন তিনি; যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিনিয়োগ করে উত্তর অংশ অভিমুখে স্রোত ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়।

২০২৩ সালের শেষের দিকে মেক্সিকো থেকে রেকর্ডসংখ্যক অভিবাসীর প্রবেশ ঘটেছে যুক্তরাষ্ট্রে। যদিও পরবর্তীতে অভিবাসীদের প্রবেশের এই সংখ্যা কমে যায়।

নির্বাচনী প্রচারণায় কমালা হ্যারিস নিজের দৃঢ় অবস্থানের কথা বলার পাশাপাশি ক্যালিফোর্নিয়ায় আইনজীবী হিসেবে মানবপাচারকারীদের বিরুদ্ধে তার লড়াইয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন।

তবে এবারে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে সীমান্তে দেয়াল নির্মাণের কাজ সম্পন্ন করবেন বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে সীমান্ত সুরক্ষিত রাখতে আরও বেশি করে নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েনের অঙ্গীকার করছেন তিনি।

অন্যদিকে, কমালা হ্যারিসের উদ্যোগে কঠোর অভিবাসন নীতি সম্বলিত কোনও ক্রস পার্টি আইন (সর্বদলীয়) প্রণয়নের অংশ না হতে রিপাবলিকানদের আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচিত হলে তিনি এ বিষয়ে সমঝোতার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

আর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ অভিবাসী প্রত্যর্পণ ঘটানোর অঙ্গীকার করেছেন ট্রাম্প। গণহারে অবৈধ অধিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাবেন তিনি। বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছেন, এই উদ্যোগ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

• পররাষ্ট্রনীতি
ইউক্রেনকে যতদিন প্রয়োজন ততদিন সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন কমালা হ্যারিস। তিনি নির্বাচিত হলে, চীন নয়; একুশ শতকের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রই জিতবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন হ্যারিস। তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সোচ্চার। গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছেন তিনি।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান একলা চলো নীতি। অর্থাৎ তিনি বিচ্ছিন্নতার পক্ষে। বিশ্বের অন্যান্য স্থানের সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে রাখতে চান তিনি। ট্রাম্প বলেছেন, রাশিয়ার সাথে সমঝোতার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের ইতি টানবেন তিনি। ডেমোক্র্যাটদের দাবি এই পদক্ষেপ ভ্লাদিমির পুতিনকে আরও শক্তিশালী করবে।

ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন ট্রাম্প। কিন্তু গাজা যুদ্ধের অবসান ঘটাবেন কীভাবে, তা নিয়ে বিশেষ কিছু বলতে শোনা যায়নি তাকে।

• বাণিজ্য
ট্রাম্পের আমদানি শুল্ক বাড়ানোর পরিকল্পনার সমালোচনা করছেন কমালা হ্যারিস। তার মতে, এর মাধ্যমে প্রকারান্তরে শ্রমজীবী মানুষের ওপর নতুন করে কর আরোপ করা হবে। যার ফলে একটি পরিবারকে বছরে প্রায় চার হাজার ডলার বেশি খরচ করতে হবে।

আমদানির ওপর কর আরোপের ক্ষেত্রে আরও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে চান কমালা। ইতোমধ্যে বাইডেন প্রশাসন চীন থেকে বৈদ্যুতিক গাড়ির মত কিছু পণ্য আনার ক্ষেত্রে যে শুল্ক চালু করেছে, সেটিই অনুসরণ করবেন কমালা হ্যারিসও।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের অঙ্গীকারের কেন্দ্রে রয়েছে শুল্ক ব্যবস্থা। বেশিরভাগ বৈদেশিক পণ্যের ওপর নতুন করে ১০ থেকে ২০ শতাংশ শুল্ক আরোপের অভিপ্রায় তার। আর চীনা পণ্যের ক্ষেত্রে সেই হার হবে আরও বেশি।

কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রেই পণ্য উৎপাদনের জন্য উৎসাহিত করতে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ট্রাম্প।

• জলবায়ু
জো বাইডেনের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে মূলস্ফীতি কমানোর আইন পাশে ভূমিকা রেখেছিলেন কমালা হ্যারিস। এই আইন পাশের ফলে নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ চালিত যানবাহন খাতে বিপুল পরিমাণ আর্থিক প্রণোদনা মিলবে।

কিন্তু ফ্র্যাকিং পদ্ধতিতে খননের মাধ্যমে তেল-গ্যাস উত্তোলনের ক্ষেত্রে বিরোধিতা থেকে সরে এসেছেন কমালা। পরিবেশবাদীরা এই পদ্ধতির বিপক্ষে। অন্যদিকে, ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন পরিবেশ সুরক্ষার বহু উদ্যোগ প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহার করে নেওয়া তেমন উদ্যোগেরই একটি বিদ্যুৎ কেন্দ্র ও যানবাহন থেকে কার্বনডাই অক্সাইড নিঃসরণ সীমিত রাখা।

এবারের প্রচারণায় নির্বাচিত হলে তিনি জ্বালানির জন্য উত্তর মেরুতে খনন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ইলেকট্রিক গাড়ি উৎপাদনের প্রতি আক্রমণাত্মক হয়ে কথা বলছেন তিনি।

• মারিজুয়ানা বা গাঁজা
বিনোদনের উদ্দেশ্যে মারিজুয়ানা বা গাঁজার ব্যবহারকে বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছেন কমালা হ্যারিস। তিনি বলেছেন, বহু মানুষকে শুধু সঙ্গে গাঁজা রাখার কারণে কারাগারে যেতে হয়েছে। কৃষ্ণাঙ্গ এবং ল্যাটিন নাগরিকদের গ্রেপ্তারের ক্ষেত্রে সংখ্যাগত অসামঞ্জস্যের দিকেও ইঙ্গিত করেন তিনি।

এই ইস্যুতে ট্রাম্প তার দৃষ্টিভঙ্গি নমনীয় রেখেছেন। তিনি বলেছেন, ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে অল্প পরিমাণ মারিজুয়ানা বহনের জন্য ‘‘অপ্রয়োজনে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানো বন্ধ করার’’ এটাই উপযুক্ত সময়।

সূত্র : বিবিসি।

ট্যাগ: ট্রাম্প-হ্যারিসপ্রেসিডেন্ট নির্বাচনমার্কিন ভোটারলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

দোষী সাব্যস্ত বাইডেনের ছেলে, হতে পারে ২৫ বছরের জেল
যুক্তরাষ্ট্র

দোষী সাব্যস্ত বাইডেনের ছেলে, হতে পারে ২৫ বছরের জেল

১১ জুন ২০২৪
ব্রুকলিনে সিএমবিবিএ’র পথমেলা ১৫ জুন, থাকছে নানা আকর্ষণ
যুক্তরাষ্ট্র

ব্রুকলিনে সিএমবিবিএ’র পথমেলা ১৫ জুন, থাকছে নানা আকর্ষণ

৩ মে ২০২৪

সর্বশেষ

মাদারীপুর জেলা সমিতি

মাদারীপুর জেলা সমিতির বনভোজনে মাদারীপুর প্রবাসীদের মিলনমেলা

- ইউএসএ বাংলা ডেস্ক
৩ জুলাই ২০২৫
0

0

নিউইর্য়কে আমেরিকান বাংলাদেশি কমিউনিটি ‘হেল্প এবিসিএইচ’ ফেসবুক গ্রুপের বনভোজন

নিউইর্য়কে আমেরিকান বাংলাদেশি কমিউনিটি ‘হেল্প এবিসিএইচ’ ফেসবুক গ্রুপের বনভোজন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ জুন ২০২৫
0

0

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধনের কাজ শুরু হচ্ছে শীঘ্রই: কনসাল জেনারেল

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধনের কাজ শুরু হচ্ছে শীঘ্রই: কনসাল জেনারেল

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ জুন ২০২৫
0

0

নিউইয়র্কে বাংলা ব্লকেড ইউএসএ’র আনন্দ মিছিল

নিউইয়র্কে বাংলা ব্লকেড ইউএসএ’র আনন্দ মিছিল

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ মে ২০২৫
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মাদারীপুর জেলা সমিতি

মাদারীপুর জেলা সমিতির বনভোজনে মাদারীপুর প্রবাসীদের মিলনমেলা

৩ জুলাই ২০২৫
নিউইর্য়কে আমেরিকান বাংলাদেশি কমিউনিটি ‘হেল্প এবিসিএইচ’ ফেসবুক গ্রুপের বনভোজন

নিউইর্য়কে আমেরিকান বাংলাদেশি কমিউনিটি ‘হেল্প এবিসিএইচ’ ফেসবুক গ্রুপের বনভোজন

২২ জুন ২০২৫
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.