যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি ছোড়ার মাত্র দুই ঘণ্টা পরই চীনা অনলাইন ব্যবসায়ীরা ওই ঘটনার ছবি সংবলিত স্যুভেনির টি-শার্ট বিক্রি শুরু করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদন অনুযায়ী বিক্রেতা লি জিনওয়ে জানিয়েছেন, আমরা তাওবাওতে সেই টি শার্টটা এনেছি। ঘটনার কথা জানার পরেই সেই টি শার্টটি আনা হয়েছে। তবে প্রিন্ট করার আগেই দেখা গেল যে চীন আর আমেরিকা থেকে অন্তত ২০০০ অর্ডার চলে এসেছে।
তিনি বলেন, ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে এত দ্রুত উত্পাদন এবং বিক্রি উপযোগী করা সম্ভব হয়েছে। এর ফলে খুব দ্রুত টি-শার্টগুলো বিক্রি শুরু করতে পারছি।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা হামলার পর এই চাহিদা আরও দ্রুত বেড়েছে। কারণ টি-শার্ট কারখানাগুলো শুধু ওই হামলার পর ট্রাম্পের ছবিগুলো ডাউনলোড করেছে এবং তাদের ডিজিটাল প্রিন্টিং ক্ষমতা ব্যবহার করে দ্রুত পণ্যগুলো উত্পাদন করেছে।