যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিও নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মেয়র এরিক অ্যাডামস। এ ঘটনায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলেন তিনি।
মেয়র জানান, এ ঘটনায় দোষীদের বিচার হবে। একই সঙ্গে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
মঙ্গলবার ম্যানহাটানের সিটি হলে এক সাংবাদ সম্মেলনে রোজারিও নিহতের বিষয়ে কথা বলেন মেয়র।
এরিক অ্যাডামস বলেন, নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিস এই হত্যার তদন্ত করছে। ঘটনার সুষ্ঠু বিচার হবে। মানসিক সমস্যায় থাকা লোকদের বিষয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) কীভাবে সাড়া দেবে, সে বিষয়ও নতুন করে ভাবা হচ্ছে।
এর আগে ২৭ মার্চ বিকেলে কুইন্সের নিজেদের বাসার সামনে পুলিশের গুলিতে মারা যান উইন রোজারিও (১৯)। নিহত ওই তরুণ মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তার পরিবার ১০ বছর আগে বাংলাদেশ ছেড়ে আমেরিকা যায়।