ইসরায়েলের সেনা বাহিনীকে খাবার দেওয়ার খবরে বিশ্বজুড়ে সমালোচনার মুখ পড়ে ম্যাকডোনাল্ডস। বিশেষ করে মুসলিম বিশ্বে বয়কটের ডাকে একেবারে কোণঠাসা হয়ে পড়ে ফাস্ট-ফুড চেইন কোম্পানিটি। ফলে অনেকটাই লোকসানে পড়ে তারা।
অবস্থা বেগতিক দেখে এবার ইসরায়েলে থাকা সবগুলো ফ্র্যাঞ্চাইজ আবার নিজেদের নামে কিনে নিচ্ছে ম্যাকডোনাল্ডস।
ইসরায়েলে ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজ চালায় ‘আলোনিয়াল’ নামের একটি কোম্পানি। যার চিফ এক্সিকিউটিভ ওমরি পাদান নামের এক ব্যক্তি।
৩০ বছর ধরে এ আলোনিয়ালই ইসরায়েলে ম্যাকডোনাল্ড’র রেস্তোরাঁগুলো পরিচালনা করে আসছিল।
৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হলে সেদেশের সেনাদের বিনামূল্যে খাবার সরবরাহ করে বয়কটের মুখে পড়ে আলোনিয়াল।
তাদের সঙ্গে ব্যবসা চালাতে থাকায় খোদ ম্যাকডোনাল্ডসও বয়কটের ঝড় থেকে রেহাই পায়নি। শেষ পর্যন্ত পতন ঠেকাতে আলোনিয়ালের সঙ্গে ব্যবসার ইতি টানলো ম্যাকডোনাল্ডস।
ম্যাকডোনাল্ডস জানায়, ইসরায়েল-হামাস সংঘাতের কারণে কোম্পানিটি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি বাজারে এবং এই অঞ্চলের বাইরের কিছু বাজারে ‘উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রভাব’ দেখেছে।
এর ফলে আলোনিয়ালের কাছ থেকে ২২৫টি রেস্তোরাঁ ফের কিনে নেওয়ার ব্যাপারে চুক্তি চূড়ান্ত করেছে ম্যাকডোনাল্ডস।
এর কিছুদিন আগে ম্যাকডোনাল্ডস জানিয়েছিল যুক্তরাষ্ট্রের বাইরে তাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি করেছে এই বয়কট।
এবার ফ্র্যাঞ্চাইজ কিনে নিয়ে নিজেদের ব্যবসা ফিরে পেতে চেষ্টা করছে ম্যাকডোনাল্ডস।
এই বয়কট মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া এবং ফ্রান্সে কোম্পানিটির বিক্রি প্রভাবিত করেছে।