বাংলাদেশে তীব্র গরমে এখন পর্যন্ত হিট স্ট্রোকে ১১ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ জন নতুন করে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ৯ দিনে ১৬ জন হিট স্ট্রোকের শিকার হলেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করে।
অধিদপ্তরের তথ্য বলছে, মৃতদের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ দুজন। এছাড়া একজন করে মারা গেছে খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান এবং মাদারীপুরে।
এদিকে গত ৩৫ বছরের মধ্যে মঙ্গলবার (৩০ এপ্রিল) সবচেয়ে তপ্ত দিন পার করেছে বাংলাদেশ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ১৯৮৯ সালের পর এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ১৯৮৯ সালে বগুড়ায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
অপরদিকে চুয়াডাঙ্গায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ১২ শতাংশ।