জলি আহমেদ…
আমেরিকান বাংলাদেশি কমিউনিটি ‘হেল্প এ বি সি এইচ’ ফেসবুক গ্রুপের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার নিউইয়র্কের অদূরে হ্যাম্পশায়ার স্টেট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় ফেইসবুক গ্রুপটির সদস্য ও তাদের পরিবারের নানা বয়সের নারী পুরুষ।
বনভোজন উপলক্ষে সকাল থেকেই নানা ধরনের স্টল নিয়ে বসেন স্থানীয় বাঙালি বিক্রেতারা। দিনব্যাপি বিভিন্ন খেলাধুলা সহ নানা আয়োজনে কোলাহল মুক্ত পরিবেশে আনন্দে মেতে উঠেন সবাই। এছাড়াও সেদিন জমকালো অনুষ্ঠান সহ র্যাফল ড্র এর আয়োজন করা হয়। র্যাফল ড্র তে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাটর্নি মঈন চৌধুরী ও আবুল কাশেম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জলি আহমেদ ও শান্তনু সাজ্জাদ।
অনুষ্ঠানে বক্তারা ’হেল্প এ বি সি এইচ’ ফেসবুক গ্রুপটি যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে বাংলাদেশিদের কর্মসংস্থানের একটি বড় মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে বলে উল্লেখ করেন। সহযোগিতা পেলে আগামী কয়েক বছরে গ্রুপটির মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থান সহ স্থানীয়ভাবে বাংলাদেশিরা লাভবান হতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিগত সাত বছরে ‘হেল্প এ বি সি এইচ’ গ্রুপের সহয়তা এবং মধ্যস্থতায় ৩০ হাজারেরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এছাড়াও ফেসবুক গ্রুপটিতে ৭৫ হাজার সক্রিয় সদস্য রয়েছেন।
ভবিষ্যতে কমিউনিটির পক্ষ থেকে আরও বেশি সেবা দেওয়ার ঘোষণা দিয়ে গ্রুপটির অন্যতম প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম মিঠু বলেন, ”মানুষ স্বীকার করুক আর না করুক, যারা প্রথম থেকে সেই ২০১৯ সাল থেকে আমাদের সাথে ছিলেন তারা জানেন যে হাজার হাজার মানুষকে আমরা চাকরী দিয়েছি এবং চাকরীর জন্য সহয়তা করেছি। হাজার হাজার মানুষ একদিনের মধ্যেই আমাদের এই গ্রুপ থেকে তাদের বাড়ি ভাড়ার খরচ জোগাড় করতে পেরেছে, একদিনের মধ্যেই অসংখ্য মানুষের চাকরীর ব্যবস্থা হয়েছে।